যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য দেওয়া দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে এই শাস্তি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য দেওয়া দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে এই শাস্তি দেওয়া হয়।
সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী চট্টগ্রামের জেলা প্রশাসক মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে।
চট্টগ্রামের জেলা প্রশাসককে আদেশের অনুলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মুজিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তাঁর জায়গায় প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। গত ৬ নভেম্বর মুজিবুল হক প্রকাশ্য জনসভায় পিটার হাসকে হুমকি দেন। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর ‘অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে’ চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সভায় মুজিবুল হক রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। সমাবেশে তাঁর দেওয়া সাড়ে ১৮ মিনিটের বক্তব্য ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুজিবুল হক বলেন, ‘পিটার হাস বলেছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে। পিটার হাস, আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ ঈমান বেঁচি না। আপনাকে এমন মারা মারব, বাঙালি কত দুষ্ট, তখন বুঝতে পারবেন।’মুজিবুল হকের এই বক্তব্যকে ‘সহিংস বক্তব্য’ বলে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।