পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে শ্রমিক অধিকার আদায়ের মহান মে দিবস আজ

মোঃ নুর ইসলাম প্রকাশিত: ১ মে , ২০২৪ ০৬:২১ আপডেট: ১ মে , ২০২৪ ০৬:২১ এএম
পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে শ্রমিক অধিকার আদায়ের মহান মে দিবস আজ
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ( ১ মে) এই দিনে পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।দিবসটির এবারের নির্ধারিত প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’

আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ( ১ মে) এই দিনে পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।দিবসটির এবারের নির্ধারিত প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। 

মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। মহান দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মে দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে শ্রমজীবী মেহনতি মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও উপজেলার বুড়িমারী  স্থলবন্দর শ্রমিক সমবায় সমিতি এবং বুড়িমারী ইউনিয়ন স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে  বিভিন্ন  কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা। 

বুধবার সকাল ৯.০০ ঘটিকার সময় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বুড়িমারী ইউনিয়ন স্থলবন্দর শ্রমিক ইউনিয়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ রুহুল আমীন বাবুল। তিনি তার বক্তব্যে বলেন- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্ম পরিবেশ, মালিক-শ্রমিক সুসম্পর্ক স্থাপন, শ্রমিকের নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোন বিকল্প নেই। 

এ সময় আরো বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন ও বুড়িমারী ইউনিয়ন স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও  সাধারণ সম্পাদক।বক্তব্যে  বলেন - শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি।  শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo