পবিত্র আশুরা উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬ জুলাই , ২০২৫ ১৬:২৮ আপডেট: ৬ জুলাই , ২০২৫ ১০:২৯ এএম
পবিত্র আশুরা উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 পিরোজপুর, ১০ মহররম ১৪৪৭ হিজরি (০৫/০৭/২০২৫ ইং): পবিত্র আশুরা উপলক্ষে জাকের পার্টির পিরোজপুর জেলা কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই মহতি অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদানে কারবালাসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাকের পার্টির পিরোজপুর জেলা সভাপতি জনাব আব্দুল কুদ্দুছ শেখ। তিনি বলেন, “আশুরার শিক্ষা হচ্ছে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। কারবালার শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য আদর্শ।”

বিশেষ বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রফ্রন্টের সভাপতি ফরহাদ আহমেদ সিয়াম। তিনি বলেন, “কারবালার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সমাজে শান্তি, মানবতা ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক, এবং জাকের পার্টি ছাত্রফ্রন্ট কাউখালী উপজেলার সভাপতি সোহানুর রহমান, যিনি আশুরার তাৎপর্য ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী

এই বিভাগের আরোও খবর

Logo