পটুয়াখালীতে ইন্টার্নশিপ ডিপ্লোমা নার্সদের মানববন্ধন

এম আমির হোসাইন প্রকাশিত: ২ অক্টোবর , ২০২৩ ১০:৫৯ আপডেট: ২ অক্টোবর , ২০২৩ ১০:৫৯ এএম
পটুয়াখালীতে ইন্টার্নশিপ ডিপ্লোমা নার্সদের মানববন্ধন
এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্টরূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত।

পটুয়াখালী মেডিকেল কলেজে ইন্টার্নশিপ ডিপ্লোমা নার্সদের ভাতা চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনের পাশাপাশি কর্মবিরতি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচী শুরু করে তারা। ডিপ্লোমা ইন নার্সিং’র শিক্ষার্থী মাহবুব হাসানের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তারা বলেন, নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত।

এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্টরূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত। তাই আমরা আমাদের নায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোন সুরাহা না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে। এদিকে ডেঙ্গু পরিস্থিতিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতিতে হচ্ছে শত শত রোগী সেবা থেকে বঞ্চিত ।

এই বিভাগের আরোও খবর

Logo