ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়।পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী এই ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিমা সারমিন,সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবিব সহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা এ সময়ে উপস্থিত ছিলেন বাজার উদ্বোধন শেষে উপচেপড়া মানুষের ভীর লক্ষ্য করা যায়। সাধারণ মানুষকে উৎসাহের সাথে শাক সবজি ক্রয় করতে দেখা যায়। শাক সবজি ক্রয় করতে আসা ক্রেতারা বলেন বাজারে শাক সবজির দাম অনেক বেশী। আমরা মাইকিং শুনে ন্যায্য মূল্যে কাঁচা বাজার, শাকসবজি খরিদ করতে এসেছি। এখানে অনেক সাশ্রয় মূল্যে ক্রয় করতে পারছি। এই শাক সবজি বাজার প্রতিদিন চালু রাখতে ক্রেতারা জোর দাবী জানান।জেলা প্রশাসক মো.সাবেত আলী জানান, জনসাধারনের জন্য সরাসরি কৃষকের ক্ষেত থেকে শাক সবজি ক্রয় করে জনসাধারনের মাঝে ন্যায্য মুল্যে বিক্রি করা হচ্ছে। মানুষ এখান থেকে সপ্তাহে দুইদিন তুলনামুলক কম মূল্যে শাক সবজি কাঁচাবাজার ক্রয় করতে পারবেন।