নোয়াখালী কোম্পানীগঞ্জের একজন গর্বিত সন্তান কার্ডিওলজি কনসালটেন্ট ডাঃ শাহাদাত সাগর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ এপ্রিল , ২০২৫ ১৩:২৬ আপডেট: ১২ এপ্রিল , ২০২৫ ১৩:২৬ পিএম
নোয়াখালী কোম্পানীগঞ্জের একজন গর্বিত সন্তান কার্ডিওলজি কনসালটেন্ট ডাঃ শাহাদাত সাগর

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ ওয়ার্ড়ে জন্মগ্রহণ করেন ডাক্তার শাহাদাত সাগর, তার পিতার নাম আবদুস সাত্তার, তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়ো ডাক্তার শাহাদাত সাগর, তিনি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওলজির ডাক্তার, কনসালটেন্ট। মেজ ভাই মোঃ শাখাওয়াত হোসেন ঢাকার পিজি হাসপাতালের (সাবেক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়) একাউন্টস্ অফিসার ও ছোট ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার সে বর্তমানে জার্মানীতে বসবাস করছেন এবং একমাত্র ছোট বোন ইংরেজিতে অনার্স মাষ্টার্স বর্তমানে স্বামী-সন্তান নিয়ে কানাডায় বসবাস করছেন।ডাক্তার শাহাদাত সাগর এর স্ত্রী সাজেদা আক্তার পলি তিনিও  কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার। 
এর মা এবং বাবা  রত্মগর্ভ এবং কোম্পানীগঞ্জের একটি আদর্শ পরিবারের অবিভাবক হিসেবে সকলের কাছে অত্যন্ত সুপরিচিত।
অনেক  বড় মাপের ডাক্তার হয়েও শাহাদাত সাগর   অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেন, ধনী-গরিব সকলকেই সমান্তরালে চিকিৎসাসেবা প্রদান করে  প্রত্যন্ত অঞ্চলের আপামর জনসাধারণের কাছে একজন মানবিক, নিরহংকারী, ভদ্র,নম্র ও মার্জিত রুচিসম্পন্ন ডাক্তার হিসেবে সুপরিচিত লাভ করেছেন পুরো কোম্পানীগঞ্জ উপজেলা জুড়ে। 
তিনি  কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরীব অসহায় মানুষকে বিনে পয়সায় চিকিৎসাসেবা দিয়ে আসছেন।চিকিৎসা দেওয়ায় পাশাপাশি  নিজ পকেটের  টাকায় ঔষধ ও নগদ অর্থ দিয়েও সহযোগিতা  করে যাচ্ছেন এভাবেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত রেখে যাচ্ছেন ডাক্তার শাহাদাত  সাগর।
এছাড়াও নানান ধরনের  বিপদেও মানুষের পাশে  ছুটে চলছেন মানবিক এই ডাক্তার গত বুধবার সিরাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সওদাগর বাড়ীর দর্জি কামাল উদ্দিন নামের এক ব্যক্তির বশত ঘর আগুনে পুড়ে যাওয়ার একটি নিউজ প্রকাশিত হওয়ার পর অসহায় কামাল উদ্দিনকে ডেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ডাক্তার শাহাদাত সাগর । যদিও তিনি প্রচার বিমুখী একজন মানুষ তিনি এ নিউজ প্রকাশ করতে বারণ করেছেন তাদেরকে । তাঁর এসব গুণাবলীতে সকলের মুখে মুখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসাই ভাসছেন  ডাক্তার শাহাদাত সাগর। 

এই বিভাগের আরোও খবর

Logo