নরসিংদী মনোহরদী একদুয়ারি ইউনিয়নে অস্ত্র বিক্রির সময় দুই ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৫ ১২:১৪ আপডেট: ১৬ মার্চ , ২০২৫ ১২:১৪ পিএম
নরসিংদী মনোহরদী একদুয়ারি ইউনিয়নে অস্ত্র বিক্রির সময় দুই ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়ার চঙ্গভান্ডা এলাকায় অস্ত্র ও গুলি বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে দুই অস্ত্র ব্যবসায়ী

। শনিবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা হলেন শিবপুর উপজেলার আশ্রাফপুর (চকবাড়ী) গ্রামের মামুন প্রধান (৩৬) ও আজিম খান (২৫)। তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তারা নরসিংদীসহ আশপাশের এলাকায় অস্ত্র সরবরাহ করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অবৈধ অস্ত্র চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরোও খবর

Logo