নকলায় মাদ্রাসা ভবনের নতুন ৩টি তলার নির্মাণ কাজ উদ্বোধন

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ২৩ এপ্রিল , ২০২৪ ০৭:১২ আপডেট: ২৩ এপ্রিল , ২০২৪ ০৭:১২ এএম
নকলায় মাদ্রাসা ভবনের নতুন ৩টি তলার নির্মাণ কাজ উদ্বোধন
শেরপুরের নকলায় ঐতিহাসিক বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক তলা ভবনের ওপরে ২য়, ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরের দিকে এই নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।

শেরপুরের নকলায় ঐতিহাসিক বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক তলা ভবনের ওপরে ২য়, ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরের দিকে এই নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।

এসময় মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, উপসহকারী প্রকৌশলী (শিক্ষা) আবু সাঈদ, নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আলাউদ্দিন, মাহমুদুল হাসান ও লিটন মিয়া; পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ লালন, বিএডিসি সার বীজ ডিলার শহিদুল ইসলাম গোড়া মিয়া, সমাজ সেবক খন্দকার শামসুল আরেফিন শামীম, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খন্দকার মো. লুৎফুছ ছালেহীন রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এএসএমবি করিম শাহজাহান, যুবলীগ নেতা মাজহারুল হক সিঞ্জু, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সদ্যসাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও সদস্য রেজাউল হাসান সাফিতসহ মাদ্রাসার সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, শওকত আলী, মোস্তাফিজুর রহমান খান, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন, শিক্ষক তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তথ্য মতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)-এর অর্থায়নে নির্মিত এক তলা ভবনের ওপরে ২য়, ৩য় ও ৪র্থ তলার এই নির্মাণ কাজটিও করা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে। এতে প্রাকল্পিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা।

এই বিভাগের আরোও খবর

Logo