ধুনটে ভান্ডার বাড়ি ইউনিয়ন পরিষদে এ, ডি,বি এর স্প্রে মেশিন বিনামূল্যে কৃষক দের মাঝে বিতরণ।

মো: আমিনুল হক প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:২৪ আপডেট: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:২৪ এএম
ধুনটে ভান্ডার বাড়ি ইউনিয়ন পরিষদে এ, ডি,বি এর স্প্রে মেশিন বিনামূল্যে কৃষক দের মাঝে বিতরণ।
ধুনটে ভান্ডার বাড়ি ইউনিয়ন পরিষদে রবিবার বেলা দুইটায় কৃষক দের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করলেন উপজেলা ইন্জিনিয়ার রফিকুল ইসলাম এস,ও মনির , ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান সহ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

ধুনটে ভান্ডার বাড়ি ইউনিয়ন পরিষদে রবিবার বেলা দুইটায় কৃষক দের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করলেন উপজেলা ইন্জিনিয়ার রফিকুল ইসলাম এস,ও মনির , ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান সহ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। ইউনিয়নের ২৬ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। এতে কৃষক গন ফসলে কিট নাশক ঔষধ জমিতে সুন্দর ভাবে ছিটাতে পারবে। এবং ফসলের ভালো ফলন পেতে পারে। ঠিক মতো ওষুধ ছিটাতে পারলে ভালো ফলন পাওয়া যায়। যমুনা শিকস্তি এলাকায় দরিদ্র কৃষক গন এই সহযোগিতা পেয়ে তারা অনেক খুশি। এই ইউনিয়নে সরকারি বে সরকারি অনেক সংস্থা কৃষক দের মাঝে বীজ সার ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করে থাকে। যমুনা শিকস্তি এলাকা হিসেবে এখানে অনেক সহযোগিতা পাওয়া যায় দাতাদের নিকট থেকে। সুবিধা বঞ্চিত কৃষক গন দাতাদের সহযোগিতা পেয়ে চাষাবাদ করে অনেক কম খরচে। পলি মাটি উর্বর জমি তাই ভালো ফসল হয় এখানে।

এই বিভাগের আরোও খবর

Logo