দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ

মোহাম্মদ সাগর আহমেদ প্রকাশিত: ২২ জানুয়ারী , ২০২৪ ১১:৫৭ আপডেট: ২২ জানুয়ারী , ২০২৪ ১১:৫৭ এএম
দুস্থ  ও অসহায় পরিবারের মাঝে  কম্বল ও শুকনা খাবার বিতরণ
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তদের মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।

কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তদের মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।



এবার সমাজে পিছিয়ে পড়া  সুবিধা বঞ্চিত অসহায় ও দুস্থ মানুষের পাশে, শুকনা খাবার ও  শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে  জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহামদ হোসেন। জাতি,ধর্ম,বর্ণ,নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষদের মাঝে থেকে  নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২২ শে জানুয়ারি সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুকনা খাবার ও কম্বল বিতরণ করেন, সংসদ সদস্য আহমদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী  অফিসার মো:খবিরুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সহকারি কমিশনার( ভূমি) নাজনীন আক্তার, পূর্বধলা থান অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।হতদরিদ্র ও অসহায় মানুষদের কথা:-




লাঠির ওপর ভর দিয়ে কম্বল নিতে এসেছেন  বৃদ্ধ মহিলারা,  কম্বল হাতে পেয়ে বলেন, ‘তিন বেলা খাবার পাইনা, কম্বল কিনি কি দিয়া, বাড়িত ঠান্ডা কাটার মতো খ্যাতা ও (কাঁথা) নাই। আমাদের পোলাপান  গরিব।  নিজের সন্তানদেরকে  গরম কাপড় দিবার পারি না। ঠান্ডাতে আমাদের  হাত পাও কোকড়া হয়া গেছে। এই প্রথম  কম্বল দিলো, আমাদের  খুব উপকার হইছে ।  

এই বিভাগের আরোও খবর

Logo