দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা পরিত্যাগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৫৩ আপডেট: ৩ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৫৩ পিএম
দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা পরিত্যাগ
কিশোরগঞ্জ জেলা অন্তর্গত কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগরিয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে মো: আলামিন দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছেড়েছেন।

 কিশোরগঞ্জ জেলা অন্তর্গত  কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগরিয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে মো: আলামিন  দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছেড়েছেন।  গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন গাড়ি ব্যবসায়ী।জানা যায়, গত এক বছর ধরে অনলাইনে নাইন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে ৮ লাখ টাকা হারিয়েছেন আল আমিন। জুয়া খেলার নেশায় আসক্ত হয়ে তার একটি টমটম ও পিকআপ গাড়ি বিক্রি করে দিয়েছেন।আল আমিনের চাচা এখলাস মিয়া জানান, আল আমিন একজন কর্মঠ ছেলে। মেশিনের টমটম ও পিকআপ ভাড়া দিয়ে ভালোই চলছিল তার সংসার। সে গত এক বছর ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে দুটি গাড়ি বিক্রি করে দেয়। এখন অর্থনৈতিকভাবে অনেক  দুর্বল হয়ে পড়েছে । সে পরিবারের কাছে কথা দিয়েছে আর কোনোদিন জুয়া খেলবে না। তার দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করাতে সোমবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ডে ৬ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছেড়েছে।আল আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে অনলাইন জুয়া খেলা শিখেছি। তাদের খেলা দেখে আমিও খেলেছি। পিকআপ ও টমটম ভাড়া থেকে আয়ের টাকায় আমার সংসার চলে। আমি নিজেও পিকআপ চালাই। জুয়া খেলে আমার জীবনের সবকিছু শেষ করে ফেলেছি। গত এক বছরে  প্রায় ৮ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ।আমার  জমানো টাকা শেষ করে সবশেষ ২টি গাড়ি বিক্রি করে জুয়া খেলেছি। আমি তওবা করছি, যত দিন বেঁচে থাকব আর কোনোদিন জুয়া খেলব না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন জুয়া খেলার নেশা থেকে ফিরে আসতে পারি।আমীন 

এই বিভাগের আরোও খবর

Logo