বিশ্বজিৎ নামটা শুনলেই আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার কথা মনে পড়ে যায়।আজকের অভিযুক্ত আসামীর নামও বিশ্বজিৎ। বিরামপুরের পূর্ব জগন্নাথপুরের শ্রী অশোক হাওলাদারের ছেলে বিশ্বজিৎ।
অবশেষে মিথ্যা মামলা থেকে বিশ্বজিৎ মুক্ত।দীর্ঘ ১০ বছর পর মামলাটির পুনঃতদন্ত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা বিশ্বজিৎ কে নির্দোষ ঘোষণা করে মামলার সকল অভিযোগের দায় হতে অব্যাহতির প্রার্থনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
বিশ্বজিৎ এর নিয়োজিত আইনজীবী বিরামপুরের কৃতিসন্তান মহামান্য হাইকোর্ট ডিভিশনের আইনজীবী এডভোকেট ওমর ফারুক আপেল জানিয়েছেন, মামলার ঘটনা সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণখান থানার মাদক মামলায় প্রকৃত মোঃ মিরাজুল ইসলাম তার প্রকৃত নাম গোপন করে বিশ্বজিৎ কুমার এর নাম ব্যবহার করে।
এভাবে প্রকৃত আসামি জামিনে মুক্ত হবার পর পলাতক হয়ে যায়।ফলে অত্র আসামীর নামে বার বার গ্রফতারি পরোয়ানা জারি হয়। আর নির্দোষ বিশ্বজিৎ বার বার গ্রেফতার হয়।
এ যেন কল্প কাহিনিকে হার মানিয়ে দেয়।দীর্ঘ নয় বছর পর বিশ্বজিৎ এর নিয়োজিত আইনজীবী বিজ্ঞ আদালতে মামলাটি সম্পর্কে তুলে ধরেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পুনরায় পুনঃতদন্তের আদেশ দেন।
তিনি আরো বলেন, "আমি অত্র মামলার নিয়োজিত আইনজীবী হিসেবে গর্বিত। কৃতজ্ঞতা জানাচ্ছি মামলা সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে যিনি প্রকৃত আসামীকে সনাক্ত করেছেন।
কারও জন্য কিছু করতে পারাটা সত্যি আনন্দের।আমি বিশ্বজিৎ এর স্বাভাবিক জীবন সাফল্য সমৃদ্ধি কামনা করছি।