পেকুয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১

কামরুল হাসান প্রকাশিত: ২০ মার্চ , ২০২৫ ১১:৪৮ আপডেট: ২০ মার্চ , ২০২৫ ১১:৪৮ এএম
পেকুয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১
কক্সবাজারের পেকুয়ায় সাত বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

কক্সবাজারের পেকুয়ায় সাত বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১ টায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতেআলী মায়ের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
গ্রেফতার আসামি মোহাম্মদ মকছুদ আহমদ (৪০) উপজেলার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেআলী মায়ের পাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
ভুক্তভোগী শিশুটির বাবা ও মা অভিযোগ করে বলেন, ‘সকালে তাদের মেয়ে শিশুটি প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদ্রাসায় যাওয়া পথে অভিযুক্ত মকছুদ থাকে ফুসলিয়ে স্থানীয় একটি মৎস্য ঘেরের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে মকছুদ ধর্ষণের চেষ্টা করলে আমাদের মেয়ে শোর চিৎকার করতে থাকে। এসময় শিশুটির এক চাচা শোর চিৎকার শোনে ঘটনাস্থলে যান। এতে মকছুদকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় এবং আমাদের মেয়েকে তার কবল থেকে উদ্ধার করে।’
পরে ঘটনার ব্যাপারে পেকুয়া থানা পুলিশকে অবহিত করা হয় বলে জানান ভুক্তভোগী শিশুর বাবা-মা।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি জানান, ঘটনার ব্যাপারে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশটি প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি নথিভুক্ত করেছে।

এই বিভাগের আরোও খবর

Logo