ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ভর্তুকি মূল্যের পণ্য সরবরাহে চাঞ্চল্যকর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেসার্স বি এম নাহিদ এন্টারপ্রাইজ নামে একটি ডিলার প্রতিষ্ঠান স্মার্ট ফ্যামিলি কার্ডের জাল কপি তৈরি করে পণ্য আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোঃ জাহিদ হোসেন সরাসরি এই দুর্নীতির সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে টিসিবির পণ্য নিজেদের নিয়ন্ত্রণে রেখে বাজারে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। ফলে সরকারের ভর্তুকি দেওয়া পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শুভ দেবনাথ বলেন, “অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয়দের মাঝে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তাঁরা অবিলম্বে তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।