টেকনাফে গ্রেফতার হলেন যত্রাবাড়ি থানার সাবেক ওসি

ওমর ফারুক প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর , ২০২৪ ১৬:১৫ আপডেট: ১৭ সেপ্টেম্বর , ২০২৪ ১৬:১৫ পিএম
টেকনাফে গ্রেফতার হলেন যত্রাবাড়ি থানার সাবেক ওসি
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজছাত্র হত্যার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত ওসি আবুল হাসান আমাদের হেফাজতে রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকায় পাঠানো হবে। কিছুদিন আগে তিনি ১৬ এপিবিএন পুলিশে যোগ দিয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র হত্যার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে টেকনাফ থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজছাত্র হত্যার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত ওসি আবুল হাসান আমাদের হেফাজতে রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকায় পাঠানো হবে। কিছুদিন আগে তিনি ১৬ এপিবিএন পুলিশে যোগ দিয়েছিল। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আসামি করে মামলা করা হয়। নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট তাইমের মা মোসা. পারভীন আক্তার এ মামলা দায়ের করেন। সেখানে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেন, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানসহ পাঁচজনকে আসামি করেন।

এই বিভাগের আরোও খবর

Logo