টানা চতুর্থবারের মত চেয়ারম্যান হলেন মোঃ রুহুল আমীন বাবুল

মোঃ নুর ইসলাম প্রকাশিত: ৯ মে , ২০২৪ ১০:০৬ আপডেট: ৯ মে , ২০২৪ ১০:০৬ এএম
টানা চতুর্থবারের মত চেয়ারম্যান হলেন মোঃ রুহুল আমীন বাবুল
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে টানা চতুর্থবারের মত চেয়ারম্যান হলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ রুহুল আমীন বাবুল।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে টানা চতুর্থবারের মত চেয়ারম্যান হলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ রুহুল আমীন বাবুল। 

পাটগ্রাম উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ রুহুল আমীন বাবুল আনারস প্রতীকে ৫৬ হাজার ১৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সফল ভাইস চেয়ারম্যান ওয়াজেদুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯৩৫ ভোট এবং মোঃ রেজাউল করিম টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩৫৩ ভোট। 

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কা প্রতীকে সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন লিপুসহ চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন পাটগ্রাম উপজেলা থেকে ২ জন। 

টিউবওয়েল মার্কা প্রতীকে সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন লিপু ২৯ হাজার ১৩৬ ভোট ২য় বারের মত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে পেয়েছেন তরুণ ছাত্রনেতা, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন শুভ ২৭ হাজার ২৯৪ ভোট। 

এছাড়াও ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানা পারভীন ২৬ হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  কলস মার্কায় মোছাঃ লতিফা আক্তার পেয়েছেন ২০ হাজার ২১২ ভোট এবং পদ্ম ফুল প্রতীকে মোছাঃ মির্জা সাইরী তানিয়া পেয়েছেন ১০ হাজার ২৭৭ ভোট। 

গত ২১ মার্চ উপজেলা নির্বাচনের ১ম ধাপের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপে ৮ মে ১৩৯ টি উপজেলায় ভোট গ্রহন শেষ হয়। 

সারাদেশে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয় । বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব উপজেলায় ভোটগ্রহণ চলে। এই ধাপে ২২টি উপজেলায় ইভিএম ও বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হয়েছে।

কেন্দ্রে কেন্দ্রে গণনা শেষে চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের একীভূত ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা।

এই বিভাগের আরোও খবর

Logo