বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌরপার্ক হয়ে দাস বেকারি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় “বুকের ভিতর অনেক ঝড় - বুক পেতেছি গুলি কর, বৈষম্যের ঠিকানা - এই বাংলায় হবে না, সন্ত্রাসিদের আস্থানা -এই বাংলায় হবে না, জুলাই সনদ দিয়া দাও - নইলে গদি ছাইরা দাও”-সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মান।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারকে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ও যোদ্ধাদের স্বীকৃতি দিয়ে এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষনা করতে হবে।তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের হত্যার আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে পারি নাই। জুলাই গণঅভ্যুত্থানে যারা জুলাই আন্দোলনের সময় নির্বিচারে মানুষ হত্যা করেছে এবং এই হত্যাকান্ডে যারা সুস্পষ্টভাবে মদদ দিয়েছে অতিদ্রুত তাঁদের বিচারের ব্যবস্থা করতে হবে।যাদের হাতে এখানো রক্তের দাগ লেগে আছে তাদের পুনর্বাসনের চেষ্ঠা করলে কোনো রাজনৈতিক দলকেই ছাড় দেওয়া হবে না।প্রধান অতিথি অর্ন্তবর্তীকালীন সরকারে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংষ্কার করার জোর দাবি জানান। ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রতি সমবেদনা ও তাদের জন্য দোয়া করেন।এসময় আরো বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, জেলা অর্থ সম্পাদক মোঃ ফাহিম মন্ডল, জেলা সাহিত্য সম্পাদক মোঃ মিজানুর রহমান, জেলা স্কুল কার্যক্রম সম্পাদক নুরাহী সাগর, জেলা আইন সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি ফররুখ আহমেদ, সাবেক জেলা শিক্ষা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি মোঃ শাকিল আহমেদ।বক্তারা জুলাই আন্দোলনের নিহত ও আহতদের বিচার দ্রুত কার্যকরের ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান। স্পিরিটকে ধারণ করে আগামীর দেশ গঠনে সকলকে সততা, দক্ষতা, দেশপ্রেমিক ও বৈষম্যহীন হয়ে নিজেদের তৈরি করার আহবান জানান।বক্তারা আরো বলেন, ফ্যাসিস্টদের গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক দলকে দেশ গঠনে একসাথে কাজ করার আহবান জানানো হয়।