চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সোহেল রানা প্রকাশিত: ১৯ জানুয়ারী , ২০২৫ ০৯:৫৬ আপডেট: ১৯ জানুয়ারী , ২০২৫ ০৯:৫৬ এএম
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর সদরের ধানসিঁড়ি এলাকাস্থ মাতৃভূমি স্কুল এন্ড কলেজে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ৮টি স্টলে নানা রকম পিঠার পসরা সাজিয়ে উৎসবে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে মাতৃভূমি স্কুল এন্ড কলেজের গালর্স শাখার আয়োজেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও নাজিয়া হোসেন।  এসময় বৃত্তিপ্রাপ্ত ১৯জন শিক্ষার্থী, ২০২৪ সালে শতভাগ উপস্থিতির জন্য ৩জন শিক্ষক ও ১৫জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। মাতৃভূমি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আখতার হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির, স্কাউট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান আহমেদ, মাতৃভূমি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসাইন, অভিভাবক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মো. মোতালেব হোসাইন এবং সিনিয়র শিক্ষক মো. শরীফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন মাতৃভূমিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল আল মামুন, গার্লস শাখার প্রিন্সিপাল কে.এম.এ.কে মহিউদ্দিন, মাতৃভূমি মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ জাহাঙ্গীর আলম সহ সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। কোরআন তেলাওয়াত করে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মশিউর রহমান আরিয়ান, গীতা পাঠ করে ৩য় শ্রেণীর শিক্ষার্থী অদৃকা দেবনাথ, বাংলায় বক্তৃতা করে ১০ম শ্রেণীর শিক্ষার্থী যারিন তাবাসসুম, ইংরেজীতে বক্তৃতা করে নুজহাত তাসনীম আদিবা, কবিতা আবৃত্তি করে পঞ্চম শ্রেণীর ছাত্রী তাহসিনা তোহফা,  গান পরিবেশন করে ৩য় শ্রেণীর ছাত্রী রাইসা ইসলাম।


এই বিভাগের আরোও খবর

Logo