চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের শিবরামপুর নতুন মোল্লা বাড়ির দিনমজুর মো. মাসুদ আলমের বসত ঘরে প্রভাবশালী প্রতিবেশী আবদুল হাই এর নেতৃত্বে হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগী মাসুদ আলম চাটখিল থানায় গত শনিবার রাতে অভিযোগ দায়ের করেন।
চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের শিবরামপুর নতুন মোল্লা বাড়ির দিনমজুর মো. মাসুদ আলমের বসত ঘরে প্রভাবশালী প্রতিবেশী আবদুল হাই এর নেতৃত্বে হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগী মাসুদ আলম চাটখিল থানায় গত শনিবার রাতে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, সাহাপুর ইউনিয়নের শিবরামপুর ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল হাই দীর্ঘদিন ধরে এলাকায় সম্পত্তি জবর-দখল করে বিভিন্ন নিরীহ লোকজনকে হয়রানি করে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে আবদুল হাই তার লোকজন নিয়ে দিনমজুর মাসুদ আলমের বাগানের নারিকেল গাছ থেকে জোরপূর্বক নারিকেল পেড়ে নিতে চেষ্টা করলে মাসুদ আলম বাধা-নিষেধ প্রদান করে। এতে আবদুল হাই ক্ষিপ্ত হয়ে তার অনুসারী ৮/১০ জন কে দিয়ে মাসুদের বসত ঘরে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করে। পরবর্তীতে মাসুদ আলম ৯৯৯-এ কল দিলে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক গতকাল রবিবার দুপুরে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।