চাটখিলে কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা

মোঃ হানিফ প্রকাশিত: ২ মার্চ , ২০২৪ ১১:৪৬ আপডেট: ২ মার্চ , ২০২৪ ১১:৪৬ এএম
চাটখিলে কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা
চাটখিল উপজেলার বদলকোট এলাকায় রাতে আধাঁরে কৃষি জমির মাটি কেটে জমি ও সরকারি সড়ক নষ্ট করার দায়ে দুই মাটি ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

চাটখিল উপজেলার বদলকোট এলাকায় রাতে আধাঁরে কৃষি জমির মাটি কেটে জমি ও সরকারি সড়ক নষ্ট করার দায়ে দুই মাটি ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি কাটার দায়ে মাটি ব্যবসায়ী মো. স্বপন (৩২) এবং ওমর ফারুকের (৪৭) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধানমতে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় তিনি আরো বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি ও সরকারি সড়ক নষ্ট করার কোন সুযোগ দেওয়া হবে না। কৃষি নির্ভর বাংলাদেশের প্রাণ কৃষি জমি। আর সেই কৃষি জমি রক্ষায় চাটখিল উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান। 

এই বিভাগের আরোও খবর

Logo