গৌরীপুরে শেখ হাসিনা বিচার দাবিতে বিক্ষোভ

শামীম খান প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:০৯ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:০৯ পিএম
গৌরীপুরে শেখ হাসিনা বিচার দাবিতে বিক্ষোভ
শনিবার বিকালে গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার থেকে উপজেলা ও পৌর যুবদল এবং উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে শহরের কৃষ্ণচূড়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধান শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার বিকালে গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার থেকে উপজেলা ও পৌর যুবদল এবং উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে শহরের কৃষ্ণচূড়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

তাজিজুল ইসলাম রাঙা বলেন, দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। বিজয়ের আনন্দে শহীদ ও আহতদের ভুলে গেলে চলবে না। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবে রূপ না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালাতে হবে। গত ১৭ বছরের শাসনামলে গুম-খুন, মামলা ও নির্যাতনের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত-জনতা নিহতদের ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার বিচার দাবি জানাচ্ছি।কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল নেতা তাওহীদ, খায়রুল, বোরহান, রবিন, হৃদয়, পলাশ ও রফিক।

এই বিভাগের আরোও খবর

Logo