গোয়ালন্দে কৃষক পাট বিক্রি করে খরচের টাকাও উঠছে না

মোঃ আকিমুর রহমান আলিফ প্রকাশিত: ১৮ আগস্ট , ২০২৪ ১৪:০৩ আপডেট: ১৮ আগস্ট , ২০২৪ ১৪:০৩ পিএম
গোয়ালন্দে কৃষক পাট বিক্রি করে খরচের টাকাও উঠছে না
উজানচর, ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলতি বছর ৪ হাজার ৩শত ১০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস জানান। ভরা মৌসুমেও প্রচুর বৃষ্টিপাত না হওয়ায় কৃষক জমি থেকে দূরদুরান্ত এলাকায় পাট নিয়ে পচাতে হচ্ছে। অনেক স্থানেই পাট পচানোর জন্য পুকুরের পানি ভাড়া নিতে হচ্ছে।

গোয়ালন্দ উপজেলায় চলতি পাট মৌসুমে কৃষক পাট বিক্রি করে খরচের টাকাও উঠছে না। বাজারে পাটের মূল্য কম ও দিনমজুর শ্রমিকের মূল্য বেশি থাকায় পাট উৎপাদন করতে বেশি টাকা খরচ হয়েছে।

উজানচর, ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলতি বছর ৪ হাজার ৩শত ১০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস জানান। ভরা মৌসুমেও প্রচুর বৃষ্টিপাত না হওয়ায় কৃষক জমি থেকে দূরদুরান্ত এলাকায় পাট নিয়ে পচাতে হচ্ছে। অনেক স্থানেই পাট পচানোর জন্য পুকুরের পানি ভাড়া নিতে হচ্ছে।

কৃষক হোসেন মোল্লা জানান, ১ বিঘা জমির পাট পচানোর জন্য ২ হাজার টাকা খরচ হচ্ছে। বাজারে প্রতিটি পাট শ্রমিকের মূল্য ৮/৯ শত টাকা। অনেক স্থানেই পরিবহন খরচও বিঘা প্রতি ২/৩ হাজার টাকা হচ্ছে।পাট ব্যবসায়ী হোসেন জানান, বাজারে প্রতিমণ পাট ২২শত টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত কৃষক বিক্রি করছে। অপরদিকে কৃষকরা জানান, তাদের আয়ের একমাত্র উৎস পাট বিক্রি করে ঋণ পরিশোধসহ ছেলে মেয়েদের নতুন জামা-কাপড় কেনা হচ্ছে না।

১ মণ পাট বিক্রি করে ২ কেজি ইলিশ মাছও পাওয়া যাচ্ছে না। চলতি বছর পাটের ন্যয্য মূল্য না পাওয়া আগামীতে পাটচাষীরা পাট উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলবে। গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনুজ্জামান জানান, গোয়ালন্দ উপজেলায় ৪ হাজার ৩শত ১০ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে।

পাট রোপনের সময় প্রচন্ড খড়ায় গোয়ালন্দ উপজেলার পাটের উৎপাদনে মারাত্বক ক্ষতি হয়েছে। ৩০ শতাংশের প্রতি বিঘা জমিতে ভালো পাট উৎপাদন হলে ১২ মণ পর্যন্ত পাট পাওয়া যায়। চলতি বছর প্রতি বিঘা জমিতে ৮ মণের বেশি পাট হবে না। বৃষ্টি ও বন্যার পানি না থাকায় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার একর জমির পাট নছিমন ও ট্রাকে করে গোয়ালন্দ মরাপদ্মানদী এলাকায় পাট পচাতে নিয়ে আসছে। 

এই বিভাগের আরোও খবর

Logo