গলাচিপা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ রেদওয়ান করিম তালাল প্রকাশিত: ১৭ ডিসেম্বর , ২০২৪ ২২:৫৯ আপডেট: ১৭ ডিসেম্বর , ২০২৪ ২২:৫৯ পিএম
গলাচিপা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মহান বিজয় দিবস বাংলাদেশের একটি গৌরবোজ্জ্বল জাতীয় দিবস, যা প্রতি বছর ১৬ ডিসেম্বর পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে।

মহান বিজয় দিবস বাংলাদেশের একটি গৌরবোজ্জ্বল জাতীয় দিবস, যা প্রতি বছর ১৬ ডিসেম্বর পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে। এটি বাঙালি জাতির দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের দিন। আজকের দিনটি তাই একদিকে যেমন এ দেশের মানুষের কাছে চিরকালের, চিরগৌরব ও আনন্দের; তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনায় নীল। এই দিনটিকে স্মরণ করে বাংলাদেশে বিভিন্ন স্থানের ন্যায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় যথাযথ মর্যাদা, তাৎপর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ৮টায় গলাচিপা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র গীতাপাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজার সঞ্চালনায় ও গলাচিপা  উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ১৯৭১সালে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান, উপজলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী,  উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা শিক্ষা অফিসার,  গলাচিপা উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার হাওলাদার,  উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. জাকির হোসাইন, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।  বিজয় দিবস উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন বিভিন্ন সাংস্কৃতিক  অনুষ্ঠান ও বিজয়মেলাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo