খাদ্যমন্ত্রীর বড় ভাইয়ের পরলোকগমন

সবুজ সরকার প্রকাশিত: ৯ মে , ২০২৪ ১১:২১ আপডেট: ৯ মে , ২০২৪ ১১:২১ এএম
খাদ্যমন্ত্রীর বড় ভাইয়ের পরলোকগমন
খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এর বড় ভাই বীরমুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদার বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনেমৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এর বড় ভাই বীরমুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদার বৃহস্পতিবার দুপুর  ২টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনেমৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

কর্মজীবনে ধীরেশ চন্দ্র মজুমদার শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।তিনি নিয়ামতপুর উপজেলার কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। আগামীকাল শুক্রবার  সকালে শিবপুর শ্মশান ঘাটে তাঁর সৎকার অনুষ্ঠিত হবে। 
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ধীরেশ চন্দ্র মজুমদার এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। 

এক শোকবার্তায় খাদ্যমন্ত্রী ধীরেশ চন্দ্র মজুমদার এর আত্মার চির শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিভাগের আরোও খবর

Logo