কেন্দুয়া প্রেসক্লাবে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়

কোহিনূর আলম প্রকাশিত: ১ জানুয়ারী , ২০২৫ ১৭:৩২ আপডেট: ১ জানুয়ারী , ২০২৫ ১৭:৩২ পিএম
কেন্দুয়া প্রেসক্লাবে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন । বুধবার (১ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোস্তফা ও কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ শুভেচ্ছা বিনিময় করেন । পুরাতন বছরের সব গ্লানি ভুলে নতুন বছরে দেশ ও জাতির কল্যাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেনো সামনের দিকে এগিয়ে যেতে পারি -শুভেচ্ছা বিনিময়কালে সেই আশা ব্যক্ত করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিল বাহার খান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সম্মানিত সদস্য মোঃ হারেছ উদ্দিন ফকির, সাবেক সভাপতি মোঃ আলমগীর চৌধুরী এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ ।

এই বিভাগের আরোও খবর

Logo