কুষ্টিয়ায় সরকারী জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাহাবুব হোসেন প্রকাশিত: ১৫ মার্চ , ২০২৫ ১১:৪৮ আপডেট: ১৫ মার্চ , ২০২৫ ১১:৪৮ এএম
কুষ্টিয়ায় সরকারী জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ার কুমারখালীতে সরকারী জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারী জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।   শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের ভাঁড়রা পানিউন্নয়ন বোর্ডের সরকারী জলাশয়ের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী ও এলাকাবাসী।   এসময় এলাকাবাসী বলেন মার্চের ছয় তারিখে আমাদের উপর হামলা চালায় এবং মার্চের আট তারিখে আমাদের ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে  সাজেদা খাতুন।   আওয়ামীলীগের দোসরদের সাথে নিয়ে স্থানীয়দের উপর হামলা চালায় এবং জলাশয় দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এসময় তারা সাজেদাসহ হামলাকারীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।  এছাড়াও এলাকাবাসী আরো বলেন সরকারী আইন অনুযায়ী জাল যার জলাশয় তার কিন্তু এসব নিয়ম না মেনে আওয়ামী লীগের লোকজন দখল করে খেয়েছে এখন আমরা এই জলাশয়ের পাড়ের মানুষ আমরা মাছ চাষ করতে চাই।  সেসময় স্থানীয় কয়েকশত জনগন বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo