দিনাজপুরের কাহারোলে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পূজামণ্ডপগুলোতে শুরু হয়েছে প্রতিমা তৈরির ব্যস্ততা।
দিনাজপুরের কাহারোলে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পূজামণ্ডপগুলোতে শুরু হয়েছে প্রতিমা তৈরির ব্যস্ততা। কারিগরদের হাতের ছোঁয়ায় গড়ে উঠছে দেবী দুর্গার প্রতিমা। ইতিমধ্যেই মাটির কাজ শেষ পর্যায় চলছে।
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের সদস্যরা জানিয়েছেন, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় সবগুলো মণ্ডপেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ সাজানো, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতিও চলছে।
পূজামণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনও কাজ করছে।