কাঠালিয়ায় সাপের কামড়ে পুলিশের স্ত্রী’র মৃত্যু

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ১৩ জুন , ২০২৪ ১১:৩৫ আপডেট: ১৩ জুন , ২০২৪ ১১:৩৫ এএম
কাঠালিয়ায় সাপের কামড়ে পুলিশের স্ত্রী’র মৃত্যু
স্বজনরা জানায়, সকাল ৯টার দিকে হ্যাপী আক্তার রান্না করার জন্য চালের ড্রাম থেকে চাল তুলতে গেলে সাপের লেজে পাড়া পড়লে সাপ তার পায়ে কামড় দেয়। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আমুয়ায় নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিয়ে যাওয়ার সময় মাঝ পথেই তিনি মারা যান।

ঝালকাঠির কাঠালিয়ায় বিষধর সাপের কামড়ে উপজেলার হেতালবুনিয়া গ্রামের পুলিশ সদস্য অলিউল ইসলাম জুয়েল এর স্ত্রী হ্যাপী আক্তারের (৩২) মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত হ্যাপী আক্তার ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদের ছেলে পুলিশ সদস্য অলিউল ইসলাম জুয়েলের স্ত্রী ও ২ সন্তানের জননী।

স্বজনরা জানায়, সকাল ৯টার দিকে হ্যাপী আক্তার রান্না করার জন্য চালের ড্রাম থেকে চাল তুলতে গেলে সাপের লেজে পাড়া পড়লে সাপ তার পায়ে কামড় দেয়। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আমুয়ায় নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিয়ে যাওয়ার সময় মাঝ পথেই তিনি মারা যান।

থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, হেতালবুনিয়া গ্রামের গৃহবধু হ্যাপী আক্তার ঘরের কাজ করছিলেন। এসময় সাপে তাকে ছোবল দিয়ে সরে যায়। হ্যাপির ডাক-চিতকারে স্বজনরা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিলে আশঙ্কাজনক অবন্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে মারা যান। হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo