কক্সবাজার সদর ঝিলংজা বাজারে হিজরাদের ওপর হামলা চালিয়েছে ব্যবসায়ীরা

ওমর ফারুক প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৫:৪৪ আপডেট: ২৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৫:৪৪ পিএম
কক্সবাজার সদর ঝিলংজা বাজারে হিজরাদের ওপর হামলা চালিয়েছে ব্যবসায়ীরা
ফলে প্রাণের ভয়ে পালিয়ে তিন হিজরা, কিন্তু দুজন হামালা থেকে রেহায় পেলে ও একজন টমটম নিয়ে পালিয়ে যাওয়ার সময় রেহায় পায়নি ব্যবসায়ীরা জানান, প্রতিটি বাজারে হিজারাদের চাঁদাবাজিদের কারণে অতিষ্ঠ ব্যবসায়ীদের জীবন। আজকে ও তাই হঠাৎ তিন জনের একটি হিজরার দল বাজারে প্রবেশ করে আমাদের কাছ থেকে জোরপূর্বক কাচাঁ তরকারী মালামাল কেড়ে নিচ্চে তখন আমরা এক টাকা ও বিক্রি করিনি। কিন্তু তারা আমাদের দেওয়ার চেয়ে বেশি নিচ্ছে ফলে আমরা তাদের কে ধাওয়া দিয়ে একজনকে ধরে গণ ধোলাই দিয়ে তাড়িয়ে দেয়।

গত ২২এ সেপ্টেম্বর রবিবার বাজার চলাকালীন তিনজনে একটি হিজরার দল ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক মালামাল কেড়ে নেওয়া হয়েছে। এসময় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে হিজরাদের ওপর হামলা চালায় ব্যবসায়ীরা।

ফলে প্রাণের ভয়ে পালিয়ে তিন হিজরা, কিন্তু দুজন হামালা থেকে রেহায় পেলে ও একজন টমটম নিয়ে পালিয়ে যাওয়ার সময় রেহায় পায়নি ব্যবসায়ীরা জানান, প্রতিটি বাজারে হিজারাদের চাঁদাবাজিদের কারণে অতিষ্ঠ ব্যবসায়ীদের জীবন। আজকে ও তাই হঠাৎ তিন জনের একটি হিজরার দল বাজারে প্রবেশ করে আমাদের কাছ থেকে জোরপূর্বক কাচাঁ তরকারী মালামাল কেড়ে নিচ্চে তখন আমরা এক টাকা ও বিক্রি করিনি। কিন্তু তারা আমাদের দেওয়ার চেয়ে বেশি নিচ্ছে ফলে আমরা তাদের কে ধাওয়া দিয়ে একজনকে ধরে গণ ধোলাই দিয়ে তাড়িয়ে দেয়।

আরো জানান, আগে নিত্য পণ্যের দাম কম থাকায় তাদের ইচ্ছায় নিলে আপত্তি ছিলোনা আমরা প্রতি বাজারে চাঁদা দিয়ে আসছি, কিন্তু এখন আমরা আগের মতো অতিরিক্ত দিতে পারছিনা।ক্রেতারা জানান, হিজরাদের কারণে বাজারে প্রবেশ করতে পারছিনা। হিজরারা চাঁদা-বাজির পাশাপাশি চাঁদা না দিলে মানহানি ও অখত্ত ভাষায় গালি-গালাজ করে। এমনকি জোর করে পকেট থেকে টাকা নিয়ে ফেলার ও অভিযোগ উঠেছে। প্রতক্ষদর্শীরা জানান, তিন হিজরা বাংলাবাজারে কাচাঁ তরকারি ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক মালামাল নিয়ে চলে যাওয়ার সময় ব্যবসায়ীরা লাঠি ও রট নিয়ে হিজারাদের কে ধাওয়া করে এরপর পালানোর সময় একজন কে গণ ধোলাই দিয়ে তাড়িয়ে দেয়।

১ঘন্টার ব্যবধানে কক্সবাজার কয়েকশ হিজারা বাজারে জড়ো হয়ে কেন তাদের গায়ে হাত তুলল জানতে চায়। পরে বাজার কমিটি ও স্থানীয়রা ও নাছির মিলে ব্যবসায়ীদের কাছ থেকে ৮ হাজার টাকা তুলে দিয়ে সমাধান করে দেন।এ সময় হিজরার প্রধান বলেন, আমরা তাদেরকে কারো কাছ থেকে জোরপূর্বক ভাবে না নেওয়ার জন্য আদেশ করেছি, তার পরে ও যদি নেয় আপনারা আমাদেরকে খবর দিবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবদোকান্দার জানান, আমাদের দোকার থেকে তার মাল নিয়ে টাকা না দিয়ে  চলে যায় টাকা দিতে বললে শুরো হয় অখত্ত ভাষায় গালি-গালাজ করে কাপড় খুলে ফেলে। এই সব বিষয়ে নিরব বাজার কর্তৃপক্ষ। 

নিয়মিত এই হিজরাদের চাঁদবাজির শিকার হচ্ছে কক্সবাজার বেশ কয়েকটি বাজার:- ১.বাজারঘাটা ২.বড় বাজার ৩.বাহারছড়া বাজার ৪.বাস টার্মিনাল ৫.লিংকরোড ৬.বাংলাবাজা ৭.খরুলিয়া বাজার ৮.কলঘর বাজার ৯.রামু চৌমুহনি সহ আরো অনেক বাজার । এই চাঁদাবাজির কারণে মানহানি ও অতিষ্ঠ জনজীবনে কক্সবাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষরা।


এই বিভাগের আরোও খবর

Logo