এমপি আনার অপহরণ মামলার আসামী মিন্টুর মুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

মোঃ সুজন আহম্মেদ প্রকাশিত: ২২ জুন , ২০২৪ ১৫:৪১ আপডেট: ২২ জুন , ২০২৪ ১৫:৪১ পিএম
এমপি আনার অপহরণ মামলার আসামী মিন্টুর  মুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহ ঝংকার নাট্য গোষ্ঠী, গণশিল্পী, কেসি কলেজ থিয়েটার, অরণী সাংস্কৃতিক সংসদ, নবগঙ্গা সাংস্কৃতিক জোট, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অংকুর নাট্য একাডেমী, অনিকেত যাত্রাপালা শিল্পী গোষ্ঠী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লালন গবেষণা কেন্দ্র, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠী, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী, পিয়াল বন্ধন শিল্পী গোষ্ঠী, জেলা নাট্য সমন্বয় পরিষদ, সুরের ভুবন ও মানবাধিকার নাট্য পরিষদসহ জেলার ২২ টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। কর্মসূচীতে ঝিনাইদহ চেম্বার অব কমার্স ও জেলা দোকান মালিক সমিতি একাত্বতা ঘোষণা করে।

এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহ ঝংকার নাট্য গোষ্ঠী, গণশিল্পী, কেসি কলেজ থিয়েটার, অরণী সাংস্কৃতিক সংসদ, নবগঙ্গা সাংস্কৃতিক জোট, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অংকুর নাট্য একাডেমী, অনিকেত যাত্রাপালা শিল্পী গোষ্ঠী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লালন গবেষণা কেন্দ্র, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠী, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী, পিয়াল বন্ধন শিল্পী গোষ্ঠী, জেলা নাট্য সমন্বয় পরিষদ, সুরের ভুবন ও মানবাধিকার নাট্য পরিষদসহ জেলার ২২ টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। কর্মসূচীতে ঝিনাইদহ চেম্বার অব কমার্স ও জেলা দোকান মালিক সমিতি একাত্বতা ঘোষণা করে।

মানববন্ধন কর্মসুচি শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবলুর রহমান লাল্টু, গণশিল্পী আব্দুস সালাম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস ও বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন। বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে ফাঁসানো হচ্ছে। তার নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর কর্মসুচি গ্রহন করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo