আজ সকাল ৯.০০ ঘটিকায় বরগুনা প্রেস ক্লাবের ৪র্থ তলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়জনে ৯ ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, আতিকুর রহমান মুজাহিদ।তনি বলেন "আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে" ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে একটি যুবকদের আইডল হিসাবে পরিচিতি পেয়েছ, এদের ভিতরে কোন চাদাবাজি, দখলদারি,ধর্ষন এর কোন অভিযোগে নাই। তিনি আরো বলে বরগুনাতে ১ ও ২ আসনের হাতপাখা প্রার্থীর পক্ষে যুব আন্দোলন এর নেতা কর্মীদের সর্ব অবস্থায় সব খানে প্রার্থীর পক্ষে কাজ করে পীর সাহেব চরমোনাই কে এমপি হিসাবে উপহার দিবে বলে নেতা কর্মীদের বলে যান।সংগঠনের সভাপতি, মাওলানা রেজাউল আকন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, আল আমিন এর সঞ্চালনায় প্রোগেরাম টি সফল ও সার্থক হয়।এর পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগেরামটির সমাপ্তি ঘোষণা করা হয়।