আহত যুবদল নেতা মো. ফারুকের পরিবারের সংবাদ সম্মেলন

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ৬ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:৫৪ আপডেট: ৬ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:৫৪ পিএম
আহত যুবদল নেতা মো. ফারুকের পরিবারের সংবাদ সম্মেলন
চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনের বিরুদ্ধে এক যুবদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনের বিরুদ্ধে এক যুবদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এতে ওই যুবদল নেতার হাত ভেঙে গেছে বলে দাবি পরিবারের।
আহত যুবদল নেতা মো. ফারুক বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে লোহাগাড়ার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে তাঁর পরিবার।
সংবাদ সম্মেলনে ফারুকের বাবা শহিদ মিয়া, মা পেয়ারা বেগম, বোন সেলিনা আক্তার, ভগনিপতি মো. ইসমাইল ও ছেলে ফয়সাল উদ্দিন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে বলা হয়, কিছুদিন আগে জহির উদ্দিনের নেতৃত্বে একদল লোক আজিজনগর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে বাধা দেন ফারুক। এতে ক্ষুব্ধ হন জহির উদ্দিন। কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে ফারুকের বাবাকে লোহাগাড়ার পুরোনো থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ছাড়পত্র নিয়ে বাবাকে বাড়িতে নিতে আসেন ফারুক। ওই সময় জহির উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তাঁকে হাসপাতালের সামনে থেকে তুলে নিয়ে নির্জন স্থানে মারধর করেন। এরপর ইয়াবা দিয়ে ফাঁসিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
এনসিপি নেতা জহির উদ্দিন তার বক্তব্যে বলেন, ফারুকের নামে মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। গোপনসূত্রে খবর পেয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করি।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লোহাগাড়া পোস্ট অফিস রোড এলাকা থেকে ফারুককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় এনসিপি নেতা জহির উদ্দিনসহ কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁরা পুলিশকে ১টি মুঠোফোন ও ১০টি ইয়াবা দেন। দাবি করেন, সেগুলো ফারুকের কাছ থেকে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরোও খবর

Logo