আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সঃ) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা তরুণ পরিষদের ব্যবস্থাপনায় কুলগাঁও জালালাবাদ আল আমিন হাশেমী দরবার শরীফে ৭ ই জানুয়ারী ৬ ই রজব মঙ্গলবার বাদ মাগরিব হইতে শাহজাদা হাফেজ কাজী মোহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সার্বিক তত্ত্বাবধানে পাক-ভারত উপমহাদেশের মহান আধ্যাত্মিক সম্রাট খাজায়ে খাজেগান আতায়ে রাসূল হযরত খাজা মঈনুদ্দীন চিশতী আজমিরি (রঃ) এর উরসে পাক উপলক্ষে আজিমুশশান আশেকানে খাজা গরিবে নেওয়াজ (রঃ) সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ম অধিবেশনে পবিত্র খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ পরিচালিত হয়। আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা শাহছুফি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা মুফতী কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (ম.জি.আ.)। এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল ক্বাদেরী, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ আজিজুল হক হোসাইনী, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ শিব্বির আহমদ উসমানী, মাওলানা নুরুল মোস্তফা ক্বাদেরী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা হাফেজ আব্দুল হাই। উক্ত মহতি মাহফিলে উপস্থিত ছিলেন দরবারের অসংখ্য ভক্ত অনুরক্ত, আঞ্জুমান, তরুণ পরিষদ, শাহ আমিনিয়া ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ। মিলাদ শরীফ পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান, না'তে মোস্তফা (দ:) পরিবেশনায় ছিলেন প্রখ্যাত না'ত খাঁ শায়ের হাফেজ হারুনুর রশিদ ক্বাদেরী, মাসুদ রেজা ক্বাদেরী, মাওলানা এহসান ক্বাদেরী, মাওলানা আব্দুর রহমান সহ অসংখ্য শায়েরবৃন্দ। আখেরী মুনাজাত পরিচালনা করেন হযরতুলহাজ্ব আল্লামা শাহছুফি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী।