অনিবার্য কারণে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ১৫ জুলাই , ২০২৪ ১৭:৪২ আপডেট: ১৫ জুলাই , ২০২৪ ১৭:৪২ পিএম
অনিবার্য কারণে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত
সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে কৃষিগুচ্ছ ভর্তি কার্যক্রমের নেতৃত্বে থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস (সিভাসু) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান।

কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২০ জুলাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে কৃষিগুচ্ছ ভর্তি কার্যক্রমের নেতৃত্বে থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস (সিভাসু) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান।

খলিলুর রহমান বলেন, অনিবার্য কারণবশত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা প্রসঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা অবস্থান জানিয়েছেন।

তারা বলেন, সর্বজনীন পেনশন বা প্রত্যয় স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ, শিক্ষকবৃন্দের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে চলমান সর্বাত্মক কর্মবিরতির প্রতিবাদে বাকৃবির শিক্ষকবৃন্দের পক্ষে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। গত ১৪ জুলাই বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক আয়োজিত তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ওই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বাকৃবি শিক্ষক সমিতি।


এই বিভাগের আরোও খবর

Logo