নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করুন) রাতে একটি আবাসিক বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সুরভী দীর্ঘদিন ধরে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পরিচিতি দেওয়ার চেষ্টা করছিলেন। তার বক্তব্য ও কার্যকলাপের সত্যতা যাচাইয়ে অসংগতি পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরে নেয়। পরে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে টঙ্গীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের সময় ওই বাসায় আরও কয়েকজন নারী উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরভীর দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা গণমাধ্যমকে জানানো