বরগুনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাবতলা বাজার এলাকা থেকে ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন—
নাসির উদ্দিন নান্টু ও জসিম উদ্দিন মোক্তার।
তাদের উভয়ের বাড়ি বরগুনা জেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলা বাজারে অভিযান পরিচালনা করা হলে তাদের কাছ থেকে জাল টাকা উদ্ধার করা হয়। এ সময় জাল নোটগুলো বাজারে ছড়ানোর প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হচ্ছে।
আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং জাল টাকা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাল টাকা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।