বাংলাদেশ জাতীয় ক্রিকেট অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়ে খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে যে নতুন আশার আলো জ্বালিয়েছে তরুণ ক্রিকেটার কাউসার আহমেদ, তারই স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা জানানো হয়েছে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে।
খাগড়াছড়ি রিজিয়নের মাননীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ-এর আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে অংশ নেন জাতীয় দলের এই উদীয়মান ক্রিকেটার। সাক্ষাৎকালে রিজিয়ন কমান্ডার কাউসার আহমেদকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এই সময় রিজিয়ন কমান্ডার বলেন, -পার্বত্য অঞ্চলের সীমাবদ্ধতা পেরিয়ে জাতীয় পর্যায়ে পৌঁছানো সহজ নয়। কাউসারের এই অর্জন প্রমাণ করে—সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে পাহাড় থেকেও দেশের জন্য সেরা খেলোয়াড় উঠে আসতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন স্টাফ অফিসার জি-টু-আই কাজী মোস্তফা আরেফিন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী।
এ সময় আনিসুল আলম আনিক বলেন,-কাউসার আহমেদের জাতীয় দলে অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি খাগড়াছড়ি জেলার ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক। এই অর্জন পাহাড়ি অঞ্চলের শত শত কিশোরকে স্বপ্ন দেখাবে। আমরা চাই, এই ধারাবাহিকতা বজায় রেখে খাগড়াছড়ি ভবিষ্যতে জাতীয় দলে নিয়মিত ক্রিকেটার উপহার দিক।
তিনি রিজিয়ন কমান্ডারকে ধন্যবাদ দিয়ে আরও বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ স্যার যেভাবে ক্রীড়াঙ্গনের পাশে দাঁড়িয়েছে এতে পার্বত্য অঞ্চলে ক্রিকেটের অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং এখান থেকেই আগামীর জাতীয় দলের শক্ত ভিত গড়ে উঠবে।
খাগড়াছড়ির বিত্তশালীদের প্রতি তিনি আহবান জানিয়ে বলেন,বিত্তশালীরা যদি ক্রীড়া প্রেমি হয়ে পাশে এসে দাড়ায় তাহলে খাগড়াছড়ি থেকে কাউসার এর মত হাজারো কাউসার জন্ম নিবে।আপনার এগিয়ে আসুন,আপনারা পাশে থাকলে শুধু ক্রিকেটে নয়,ফুটবল, বলিবল,হকি,সহ সকল পর্যায়ের খেলায় খাগড়াছড়ি থেকে জাতীয় প্লেয়ার তুলে আনা সম্ভব।
সৌজন্য সাক্ষাৎটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা নয়—বরং এটি পাহাড়ি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ বার্তা। কাউসার আহমেদের এই সম্মাননা প্রমাণ করে, প্রতিভা যদি নিষ্ঠা ও পরিশ্রমে এগিয়ে চলে, তবে পাহাড়ও বাধা হয়ে দাঁড়াতে পারে না।
খাগড়াছড়ির ক্রীড়াপ্রেমীরা আশাবাদী—এই তরুণ ক্রিকেটার একদিন জাতীয় দলের মূল শক্তিতে পরিণত হয়ে জেলার নাম উজ্জ্বল করবেন।