বাগাতিপাড়া, নাটোর
নাটোর জেলার স্টাফ রিপোর্টার
মামলার বাদী সোহেল রানা জানান, আমার ভাগিনা মেহেদি হাসান রবিন একজন গার্মেন্টস ব্যবসায়ী। সে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ও কর্মসূচিতে অংশ নেওয়ায় গত (৫ আগস্ট) ১ নম্বর আসামির নির্দেশে অন্য আসামিরা তাকে শহরের উত্তর বড়গাছা বড়মোড় এলাকা থেকে বাইকযোগে তুলে নিয়ে যায়।
তিনি আরও বলেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল শহিদের পরিবারে কাছে জামায়াতের নেতাকর্মীরা সহযোগিতা নিয়ে পৌঁছে যাবে।২২ শে আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর শহরের বড় হরিশপুরে জেলা জামায়াতের কার্যালয়ে শহীদদের স্বজনদের হাতে সহয়তা তুলে দেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তাহলে ওই বিএনপির নেতাকেও ছাড় দেওয়া হবে না। কোনো বাহির মাল বিএনপিতে স্থান নেই।বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দুলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ১৬ বছর যাদের বিএনপিতে দেখিনি, তারা এখন ঢুকেছেন। আমার নির্যাতিত নেতাকর্মী কষ্ট করেছে।
মঙ্গলবার সকালে ওই বিদ্যালয় থেকে জামনগর বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় সাংবাদিকরা বলেন, দুষ্করকারীরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি, তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রামণ করতে পারবে না।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা রুহুল কুদুস তালুকদার দুলু বলেন, যে ভোটে বেগম খালেদা জিয়া অংশ গ্রহণ করবে, যে ভোটে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু অংশগ্রহণ করতে পারবে সে ভোট বাংলাদেশে হবে।
এ সময় তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হিন্দুদেরকে সুরক্ষার দাবি জানান। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে মন্দির ভাঙচুর লুটপাট করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা।
তিনি বলেছেন, প্রথম স্বাধীনতার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় স্বাধীনতার জন্য আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক।বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।