ফাহাদ ইবনে হাশেম

ফাহাদ ইবনে হাশেম

লোহাগাড়া উপজেলা প্রতিনিধি

সাংবাদিকতার শুরু ২০২৩ সাল থেকে । আগ্রহের বিষয়: নিজ এলাকার সংবাদ সংগ্রহে কাজ করা ।


লোহাগাড়ায় জনসচেতনতামূলক ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন,আমরা লোহাগাড়া ভূমি অফিসকে দালাল মুক্ত করতে কাজ করে যাচ্ছি। পূর্বে এনালগ নামজারি প্রচলিত ছিল এতে জনগণের ভোগান্তি হতো কিন্তু এখন নামজারি করতে হয় অনলাইনে, জনগণের ভোগান্তি কমাতে সেবা প্রার্থীদের কে ভূমি অফিসে বিভিন্ন সেবা কার্যক্রম প্রদান করে যাচ্ছি। তিনি আরও বলেন, পমাননীয় প্রধানমন্ত্রীর এদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারের স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক স্লোগান কে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভূমি সংক্রান্ত সকল জটিলতা দূর করে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ভূমি সেবা দিতে আমার উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।আমাদের সবাইকে সচেতন হতে হবে। দালাল মুক্ত হতে হবে।আমরা বাঘ,ভাল্লুক না। আমরা কাউকে ভয় দেখায়না, মামলা দিইনা।ভূমি বিষয়ে সমাধান করে দেওয়া আমাদের কাজ। কোনো দালাল ধরা যাবে না। দালাল গোষ্ঠীকে অ্যাভয়েড করতে হবে। আপনারা কোনো দালালকে বিশ্বাস করবেন না। প্রয়োজনে সরাসরি আমার কাছে আসবেন।

সাতকানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

মামলার বিবরণে ঘটনার আগের দিনের যে বর্ণনা উল্লেখ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, ঠাকুরদীঘি থেকে মিঠার দোকানের চলাচলের রাস্তা দিয়ে মিজানুর রহমান নিয়মিত যাতায়াত করেন। যেহেতু সে ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তার পদচারণা বিভিন্ন জায়গায় থাকতে পারে। তার মানে এই না যে, সে কাউকে হুমকির উদ্দেশ্য যাওয়া-আসা করছে।

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শ্রমিকের মৃত্যু

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে তারা একদল শ্রমিক জনৈক মো. ইউসুফের বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ করছিলেন। ওই সময় অসাবধানতা বশত বসতঘরের দেওয়ালে থাকা বৈদ্যুতিক বোর্ডে হাত লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

লোহাগাড়ায় আনারস-চশমা-কলস এর বিজয়

বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৩০ হাজার ৮ শত ৯৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ঘোড়া প্রতীকের আলহাজ¦ সিরাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৭ শত ৯৩ ভোট। অপর প্রার্থী মোটর সাইকেল প্রতীকের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ পেয়েছেন ২ হাজার ৯ শত ১৪ ভোট।

লোহাগাড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ পদে ৮ প্রার্থী

চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৫ জুন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

লোহাগাড়ায় বিজয় টিভির এক যুগে পদার্পণ উৎসব উদাপন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিজয় টিভির এক যুগে পদার্পণ উপলক্ষে লোহাগাড়া প্রতিনিধি লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোক্তার হোসাইনের সৌজন্যে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া ইলেক্ট্রিশিয়ান সমিতি'র নির্বাচন সম্পন্ন

শনিবার ২৫ই মে উপজেলার বায়তুশ শরফ মসজিদের পাশে অত্র সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্র সমিতির সভাপতি পদে দুজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন।

নারী শিক্ষায় জ্ঞানের আলো ছড়াচ্ছে এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়

নারী সমাজকে জাগ্রত করার লক্ষে ১৯৯৭ সালে পদুয়া ইউনিয়নে শিল্পপতি মরহুম এসআই চৌধুরী উক্ত এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্ঠা লেখাপড়ার মানোন্নয়ন হচ্ছে ক্রমশঃ।

Logo