তুরষ্কের ‘ইন্টারন্যাশনাল একাডেমী অব সুফি স্কলার্স’ এর আমন্ত্রণে বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র চেয়ারম্যান, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ’র প্রেসিডেন্ট ও মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান পীর হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী তুরষ্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ৫দিন ব্যাপী ১২তম আন্তর্জাতিক সুফি সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে গেছেন। রবিবার (১৩ এপ্রিল) রাতে ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন।
১০ দিনব্যাপী তুরষ্ক সফর সম্পন্ন করে সেখান থেকে তিনি আগামী ২২ এপ্রিল ৪দিনের সফরে সৌদি আরব গমন করবেন। তুরস্ক ও সৌদি প্রায় দুই সপ্তাহের এই সফরে তিনি আন্তর্জাতিক সুফি সম্মেলন ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান, সুফি সাধকদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন ও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
তুরষ্ক ও সৌদির ১৪ দিনের সফর শেষ করে আগামী ২৬ এপ্রিল দেশে ফিরবেন বিএসপি চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।