হরিপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৪ পালিত

গোলাম রব্বানী প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী , ২০২৪ ১৫:২৬ আপডেট: ২৭ ফেব্রুয়ারী , ২০২৪ ১৫:২৬ পিএম
হরিপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৪ পালিত
"স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার" প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ২৭/০২/২৪ ইং মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

"স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার" প্রতিপাদ্যে  সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ২৭/০২/২৪ ইং মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

এসময়  প্রধান অতিথি উপস্থিত ছিলেন হরিপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হরিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ  মো, জিয়াউল হাসান মুকুল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি।আরও উপস্থিত ছিলেন হরিপুর থানা ভারপ্রাপ্ত পুলিশ  কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা প্রকৌশলী  মোঃ মাইনুল ইসলাম।

হরিপুর   উপজেলার ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বারগণ, গ্ৰাম পুলিশ , সুধী সমাজ, নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া ও প্রির্ন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আরিফুজ্জামান।আলোচনা সভায়  বক্তৃতাগন বলেন, সেবা জনগণের দৌড়গোড়ায়  পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যমে হচ্ছে স্থানীয় সরকার। জনগণ যেন ভোগান্তির স্বীকার না হয়, সে বিষয়ে সকল কে সজাগ থাকতে হবে নচেৎ সরকারের কাঙ্ক্ষিত অর্জন  ব্যর্থ হবে। ২০৪১ সালে  মধ্যে বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, সকলকে একযোগে কাজ করতে হবে।

এই বিভাগের আরোও খবর

Logo