নীলফামারীর চৌরঙ্গী মোড়ে আজ বুধবার (১৬ জুলাই) সকালে সম্মিলিত সাংবাদিক বৃন্দ মানববন্ধন করেছেন।
নীলফামারীর চৌরঙ্গী মোড়ে আজ বুধবার (১৬ জুলাই) সকালে সম্মিলিত সাংবাদিক বৃন্দ মানববন্ধন করেছেন। সম্প্রতি নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্-এর ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “একজন নারী সাংবাদিকের ওপর এ ধরনের বর্বর আচরণ শুধু ব্যক্তিগত নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” বক্তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, এই ঘটনার বিচার না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।