সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী নিহত

আমজাদ হোসেন প্রকাশিত: ১২ জুন , ২০২৪ ০৯:১২ আপডেট: ১২ জুন , ২০২৪ ০৯:১২ এএম
সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী নিহত
গত রবিবার রাতে পুলিশের সোর্স পরিচয়দানকারি শাহ আলম মাদক ব্যবসায়ী রাব্বীকে সঙ্গে নিয়ে মাদকের পাওনা টাকা আনতে বাড়িমজলিস এলাকায় যায়। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বাড়িমজলিস গ্রামের মৃত আফজালের ছেলে চিহ্নিত সন্ত্রাসী আরাফাত হোসেনের (২৫) নেতৃত্বে ১৫-২০জন মাদক ব্যবসায়ী নিহত রাব্বী ও শাহ আলমের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদেরকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও শাহ আলমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে বেন্দ্র করে রাব্বী (২২) নামের এক মাদক ব্যসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ একটি মাদক ব্যবসায়ী সেন্ডিকেট।

গত রবিবার রাত ১০ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

নিহত রাব্বী মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। সে একই গ্রামের সানাউল্লাহ বেপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। এ ঘটনায় নিহতের মা শাহানারা বেগম ১২জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় দীর্ঘদিন ধরে ২০-২৫ জনের একটি সেন্ডিকেট মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই ও নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড বীরদর্পে চালিয়ে যাচ্ছে। যার কারণে ওই এলাকাটি অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। 

গত রবিবার রাতে পুলিশের সোর্স পরিচয়দানকারি শাহ আলম মাদক ব্যবসায়ী রাব্বীকে সঙ্গে নিয়ে মাদকের পাওনা টাকা আনতে বাড়িমজলিস এলাকায় যায়। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বাড়িমজলিস গ্রামের মৃত আফজালের ছেলে চিহ্নিত সন্ত্রাসী আরাফাত হোসেনের (২৫) নেতৃত্বে ১৫-২০জন মাদক ব্যবসায়ী নিহত রাব্বী ও শাহ আলমের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদেরকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও শাহ আলমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতের মা শাহানারা বেগমের দাবি পরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে হত্যা করেছে। এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, হত্যাকান্ডের পর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই বিভাগের আরোও খবর

Logo