সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

দেওয়ান মোঃ ইকবাল প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৭:১১ আপডেট: ৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৭:১১ এএম
সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
ফেনীর সোনাগাজী উপজেলার ১নং চরমজলিস পুর ইউনিয়নের মজলিসপুর গ্রামে মজলিস পুর আজিজিয়া মডেল মাদরাসায় ডাঃ মোঃ মোস্তফা স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠান শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ফেনীর সোনাগাজী উপজেলার ১নং চরমজলিস পুর ইউনিয়নের মজলিসপুর গ্রামে মজলিস পুর আজিজিয়া মডেল মাদরাসায় ডাঃ মোঃ মোস্তফা স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠান শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সিবিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, সোনাগাজী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উৎপল পাল, ১নং চরমজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হোসেন,মজলিশপুর আজিজিয়া মডেল মাদরাসার সভাপতি মাহবুবুল হক। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন মজলিশপুর আজিজিয়া মডেল মাদরাসার সুপার মাওলানা আবু সাইদ,সোনাগাজী উপজেলা যুবলীগের সহ সভাপতি ওমর ফারুক কামরুল।

উল্লেখ্য সকাল থেকে বিকাল পর্যন্ত দাগনভূঞা ভিআইপি ক্লিনিকের ডাঃ পানা উল্লাহ সজির,ডাঃ কানিজ ফাতিমা আনিকা,ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন  এবং ডায়াবেটিক চেকআব করেন ভিআইপি ক্লিনিক এর স্বত্বাধিকারী জহিরুল ইসলাম মামুন, গোলাম রহমান সাইফুল। এছাড়াও ব্লাড গ্রুপিং করেন স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ব্লাড । 

এই চিকিৎসা ক্যাম্পে পায় প্রায় ৫শ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে বলে জানান ক্যাম্পের আয়োজকরা। রোগীদের ফ্রিতে ডায়াবেটিক ও প্রেশার পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন রোগ অনুযায়ী সেবা ও ফ্রিতে ঔষুধ বিতরণ করা হয়। এ ক্যাম্প পরিদর্শন ও আংশিক রোগী দেখেন দাগনভূঞা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, এবং দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আরিফ হোসেন। দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন,দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি দেওয়ান মোঃ ইকবাল সহ অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo