সুন্দরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু, আহত আরেক শিশু

মো: শাকির হোসাইন প্রকাশিত: ২৮ জানুয়ারী , ২০২৫ ১৯:৫৯ আপডেট: ২৮ জানুয়ারী , ২০২৫ ১৯:৫৯ পিএম
সুন্দরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু, আহত আরেক শিশু
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় খাদিজা আক্তার হানি (৮) নামের আরেক শিশু গুরুতর আহত হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় খাদিজা আক্তার হানি (৮) নামের আরেক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার বেলকা-ধুবনী সড়কের শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামের সুরুত আলীর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার ওই ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামের সুরুত আলীর মোড় এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। আহত খাদিজা একই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। স্থানীয়রা জানান, ফাতেমা আক্তারের পিতা আশরাফুল ইসলাম আজ ঢাকা যাচ্ছিলেন।ঢাকাগামী যাত্রী বাবাকে বিদায় জানানোর জন্য মা ও তার ফুফাতো বোনের সাথে রাস্তায় আসেন। তার বাবা চলে গাড়ীতে ওঠার পর ফুফাতো বোনের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতেমা আক্তারের মৃত্যু হয়। আহত খাদিজা আক্তার হানিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, 'দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo