সিঙ্গাইরে ওভারলোড ১০ চাকার ডাম্প ট্রাকে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক

মিলন মাহমুদ প্রকাশিত: ২৩ ডিসেম্বর , ২০২৩ ১১:৫৪ আপডেট: ২৩ ডিসেম্বর , ২০২৩ ১১:৫৪ এএম
সিঙ্গাইরে ওভারলোড ১০ চাকার ডাম্প ট্রাকে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক
মানিকগঞ্জের সিঙ্গাইরে মাত্রাতিরিক্ত লোড নিয়ে দিনে-রাতে দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্প ট্রাক। এসব ডাম্প ট্রাক বালু ব্যবসায়ীরা মাটি ও বালু বহনের কাজে ব্যবহার করছেন। এতে ব্যাপক ক্ষতি হচ্ছে আঞ্চলিক সড়কসহ গ্রামীণ সড়কের। আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কে ডাম্প ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না কেউ। ডাম্প ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

মানিকগঞ্জের সিঙ্গাইরে মাত্রাতিরিক্ত লোড নিয়ে দিনে-রাতে দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্প ট্রাক। এসব ডাম্প ট্রাক বালু ব্যবসায়ীরা মাটি ও বালু বহনের কাজে ব্যবহার করছেন। এতে ব্যাপক ক্ষতি হচ্ছে আঞ্চলিক সড়কসহ গ্রামীণ সড়কের। আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কে ডাম্প ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না কেউ। ডাম্প ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

সরেজমিনে শনিবার দেখা গেছে, হেমায়েতপুর সিঙ্গাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, বাস্তা- মানিকনগর সড়কে অবাধে চলছে ১০ চাকার ডাম্প ট্রাক। ধল্লা ইউনিয়নের সুতক্ষিরা গ্রামের শাহজাহানের জমি ভরাট করছেন ১০ চাকার ডাম্প ট্রাক দিয়ে। এতে আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলোর বিভিন্ন জায়গা দেবে গেছে। ভাঙন দেখা দিয়েছে অনেক সড়কে। আঞ্চলিক মহাসড়কটিতে সর্বোচ্চ ১০ টন পণ্যবাহী যানবাহন চলাচল করার কথা। সেখানে মাটি ও কয়লাবাহী ডাম্প ট্রাকগুলো ৩০-৪০ টন লোড নিয়ে চলাচল করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মহাসড়কটি। এ ছাড়া সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ডাম্প ট্রাকের চালক মো. নান্নু বলেন, গাবতলি থেকে বালু নিয়ে সুরক্ষিরা গ্রামের শাজাহানের জমি ভরাট করছি। এই সড়কে ডাম্প ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে আমার জানা নেই। মানিক আমাদের যে সড়কে গাড়ি চালাতে বলবেন আমরা সেই রাস্তায় চালাব।

উপজেলার বাস্তা এলাকার মো. রাসেল মিয়া বলেন, দিনে-রাতে এসব ডাম্প ট্রাক চলাচল করায় জনজীবন অতিষ্ঠ। ওভারলোড করে বালু পরিবহন করায় রাস্তার ওপরে বালু পড়ে। রাস্তার পাশের বাড়িঘরে চলে যায় সেই বালু। প্রতিবাদ করেও বন্ধ করা যাচ্ছে না ডাম্প ট্রাকের চলাচল। এ বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।

এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুলাহ আল ইমরান বলেন, নির্বাচনী ব্যস্ততায় অভিযানে ঢিলে হচ্ছে । দ্রুত ব্যবস্থা নেয়া হবে ।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, ডাম্প ট্রাক চলাচলের বিষয়ে আমার জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ূম খান বলেন, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে ।

এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, 'সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলোতে ১০ চাকার ডাম্প ট্রাকের বিরুদ্ধে খোঁজ নিয়ে অভিযান চালানো হবে।

এই বিভাগের আরোও খবর

Logo