সম্প্রীতির মধুখালীতে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। -- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

বিপ্লব কুমার দাস প্রকাশিত: ২৭ এপ্রিল , ২০২৪ ১১:১২ আপডেট: ২৭ এপ্রিল , ২০২৪ ১১:১২ এএম
সম্প্রীতির মধুখালীতে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না।  -- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান বলেছেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। তার মধ্যে ফরিদপুরের মধুখালী একটি শান্তিপূর্ণ উপজেলা। সম্প্রতি ঘটে যাওয়া জঘন্যতম একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দেশের প্রচলিত আইনেই হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে পার পাওয়ার সুযোগ নেই।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান বলেছেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। তার মধ্যে ফরিদপুরের মধুখালী একটি শান্তিপূর্ণ উপজেলা। সম্প্রতি ঘটে যাওয়া জঘন্যতম একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দেশের প্রচলিত আইনেই হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে পার পাওয়ার সুযোগ নেই।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে আর যেন কোনো ঘটনা না ঘটে। এই ঘটনাকে ভিন্ন খাতে বা আড়াল করতে একটি কুচক্রীমহল মধুখালীতে অশান্তি করতে চেষ্টা করছে। তবে ‘শান্তি সম্প্রীতির এই মধুখালীতে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মধুখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ পরিচালক মো. শাহাবুদ্দিন আহমেদ, মধুখালী ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মো. আলম হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন, এই এলাকার সব উন্নয়ন করতে নিরলস কাজ করছি। এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র শান্ত এলাকা অশান্ত করতে চায়। আপনারা চোখ, কান খোলা রেখে সজাগ থাকবেন। যাতে করে কেউ উন্নয়নে বাধা দিতে না পারে।

সামাজিক সম্প্রীতির সভায় মঞ্চে বিজিবি-৫ এর উপ অধিনায়ক মেজর মো. বদরুল হুদা আকরাম, সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সব কর্মকর্তাবৃন্দ, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে পঞ্চপল্লী এলাকায় একটি মন্দিরে আগুন দেওয়ার গুজব ছড়িয়ে মন্দিরের পাশেই স্কুলে কাজ করতে আসা দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী উত্তেজনা বিরাজ করায় বিভিন্ন ইউনিয়ন ও উপজেলাতে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 

এই বিভাগের আরোও খবর

Logo