সদর উপজেলা পরিষদের তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২৫ আপডেট: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২৫ পিএম
সদর উপজেলা পরিষদের তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা
তরুনরা তারুণ্যের ভাবনায় আগামী দিনে দেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে পরিচিত করবে মিরাজুল কবীর টিটো সদর উপজেলা প্রতিনিধি যশোর যশোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে পরিষদের অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

তরুনরা তারুণ্যের ভাবনায় আগামী দিনে দেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে পরিচিত করবে মিরাজুল কবীর টিটো সদর উপজেলা প্রতিনিধি যশোর
যশোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে পরিষদের অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ । সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যত্থানে ঘটিয়েছে দেশের ছাত্র,ছাত্রী ও  তরুন সমাজ। এদেশে যতবার  বিপ্লব ঘটেছে তার পেছণের তরুন সমাজের অবদান ছিল। তারা তারুণ্যের ভাবনায় আগামী দিনে দেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে পরিচিত করবে। এ দেশে আর কখনও এক নায়কতন্ত্র চলবে না। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিয়াজ আহমেদ, প্রেসক্লাব যশোরের সহসভাপতি দিনু আহমেদ, এসআই অভিজিৎ সিংহ রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক শাহেদ মোঃ রিজভী, প্রগতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী আদরি খাতুন, তাহমিনা আজাদ প্রমুখ। পরিচালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাশ।

এই বিভাগের আরোও খবর

Logo