শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামী কুদ্দুস গ্রেপ্তার

মোঃমারুফ আলী প্রকাশিত: ৭ অক্টোবর , ২০২৩ ০৬:০৬ আপডেট: ৭ অক্টোবর , ২০২৩ ০৬:০৬ এএম
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামী কুদ্দুস গ্রেপ্তার
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামী কুদ্দুস গ্রেপ্তার! নাটোরের বাগাতিপাড়ায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী ৩৯ বছর বয়সি আঃ কুদ্দুসকে গ্রফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে র‍্যাব-১ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেপফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুস উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে। শুক্রবার (৬ অক্টোবর) র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পে আয়োজিত এক প্রেস বিজ্ঞতিতে এই তথ্য নিশ্চিত করা করা হয়।

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামী কুদ্দুস গ্রেপ্তার! নাটোরের বাগাতিপাড়ায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী ৩৯ বছর বয়সি আঃ কুদ্দুসকে গ্রফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে র‍্যাব-১ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেপফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুস উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে। শুক্রবার (৬ অক্টোবর) র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পে আয়োজিত এক প্রেস বিজ্ঞতিতে এই তথ্য নিশ্চিত করা করা হয়।

প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, ২০০৬ সালের ২০ জুন দুপুরে বাগাতিপাড়েয়া উপজেলার পাঁকা ইউনিয়নের খাটখর গ্রামের আট বছরের এক শিশু কে বাদাম খাওয়ানার কথা বলে আখ ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করে পালিয়ে যায় আব্দুল কুদ্দুস। পরে ওই শিশুটির বাবা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটানাটি নাটোর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে আসামী আব্দুল কুদ্দুসকে ওই মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। এরপর সাজা থেকে বাঁচতে আব্দুল কুদ্দুস আত্মগাপন করে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তথ্য প্রযুক্তি ব্যভার করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকরের নেতৃত্বে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর সার্বিক সহযোগিতায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুসকে গ্রফতার করত সক্ষম হয়। পরে শুক্রবার দুপুরে বাগাতিপাড়া মডেল থানায় তাকে হস্তান্তর করে র‍্যাব।

বাগাতিপাড়ার মডেল থানার পুলিশ পরিদর্শ (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম মুটোফোনে জানান, ২০০৬ সালের ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যা মামলার দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুসকে র‍্যাব থানায় হস্তান্তর করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে এদিন বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo