শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি বাকৃবি সোনালী দলের

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ৬ আগস্ট , ২০২৪ ১২:৪৮ আপডেট: ৬ আগস্ট , ২০২৪ ১২:৪৮ পিএম
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি বাকৃবি সোনালী দলের
সোমবার (৫ আগষ্ট) পদত্যাগের বিষয়টি জানা যায়।পদত্যাগ কারণ সম্পর্কে জানা যায়, রবিবার (৪ আগষ্ট) বাকৃবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল শেষে উপাচার্যের ভবনের সামনে গেলে সোনালী দলের শিক্ষকদের বাঁধা ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রক্টরকে জানানো হলে তিনিও সোনালী দলের শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন বাকৃবির সোনালী দলের শিক্ষকদের।

সোমবার (৫ আগষ্ট) পদত্যাগের বিষয়টি জানা যায়।পদত্যাগ কারণ সম্পর্কে জানা যায়, রবিবার (৪ আগষ্ট) বাকৃবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল শেষে উপাচার্যের ভবনের সামনে গেলে সোনালী দলের শিক্ষকদের বাঁধা ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রক্টরকে জানানো হলে তিনিও সোনালী দলের শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

এরপর শিক্ষকদের বিক্ষোভ মিছিল শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও তার অনুসারীরা আন্দোলনে বাঁধা দেয়।এ সময় ১ দফা দাবির আন্দোলন না করার কথা বলেন ছাত্রলীগের নেতা কর্মীরা। সোনালী দলের এক জরুরি মিটিংয়ে শিক্ষকরা দাবি জানায়, আন্দোলনে শিক্ষকদের নাজেহাল করেছে ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও তার অনুসারীরা। এ সময় প্রক্টরের আচরণের প্রতি তীব্র নিন্দা ও ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি।

এ বিষয়ে অধ্যাপক ড. তাহসিন ফারজানা  বলেন, ক্যাম্পাসে সমাবেশ শেষে শিক্ষকদের অনেকেই শহরে চলে যাবে বলে রওনা দিচ্ছিলো। এদিকে মহিলা শিক্ষকরা ক্যাম্পাসে মুক্ত মঞ্চের সামনে দাঁড়ানো ছিলো। এমন সময় অডিটোরামের দিক থেকে ২০-২৫ জনের মতো ছাত্র হাতে লাঠি ও রড নিয়ে দৌড়ে  আসে। তারপর তারা অকথ্য ভাষায় গালাগালি করে ও আমাদের লাঞ্ছিত করে।আন্দোলনে বাঁধা দেয়ার বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি রিয়াদকে মুঠোফোনে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ সম্ভব হয় নি।

এই বিভাগের আরোও খবর

Logo